ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

'শ্রমিককে যদি রক্ষা করা না যায়; তবে শিল্প, জিডিপি, উন্নয়ন কোনো কিছুই শেষ বিচারে টিকবে না':- সোহেল তরফদার

সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুক্তচিন্তাশীল লেখক এম. মনজুর মোর্শেদ তরফদার (সোহেল) সমসাময়িক বিষয় নিয়ে বলেন, আহারে বাঁচার জন্য এই নিষ্ঠুর সমাজব্যবস্থার যূপকাষ্ঠে মানব জীবনের কী নির্মম বলি!


একেকটি মৃত মানুষ কেবল একটি সংখ্যাই হয়ে দাঁড়ায় সময়ের ব্যবধানে। শুধু যার যায় সে-ই কেবল মনে রাখে আর বাকি জগত সংসার তার চিরাচরিত নিয়মে চলতে থাকে। 


কী বলবেন একে? এই যে আমরা বিস্ময় প্রকাশ করি কেন মানুষ ঘরে থাকে না, কেন মানুষ রাস্তায় বের হয়, মানুষ কেন তার শৈশব কৈশোরে বড় হয়ে ওঠা প্রিয় এলাকা ছেড়ে অনেকজন নিরুপায় হয়ে দলে দলে শিল্পঘন শহরে ভিড় করে? তার কি কোনো উত্তর পাই আমরা এই অসহায় শ্রমিকের বেঁচে থাকার লড়াই কিংবা আগুনে পুড়ে অঙ্গার হয়ে বেওয়ারিশ লাশ হিসেবে জীবনাবসানে!


এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা তখনই বলা যেত, যদি ফ্যাক্টরির গেট আগুনের সময় বন্ধ রাখা না হতো! ফায়ার এক্সিট খোলা থাকত (যদি তা প্রকৃতই থেকে থাকে)! হজিরা খাতায় শ্রমিকের প্রকৃত সংখ্যা পাওয়া যেত! ঝুঁকিপূর্ণ বিবেচনায় সব শ্রমিকের ইনস্যুর‌্যন্স করা থাকত! এইসব শ্রমিক তাদের কাজ অনুযায়ী ন্যায্য মজুরি পেতেন! সেখানে কোনো শিশু শ্রমিক নিয়োগ না দেয়া হতো।


কিন্তু বাস্তবে আমরা দেখি, চরম অব্যবস্থাপনার মধ্যে গড়ে ওঠা একেকটি ফ্যাক্টরির শ্রমিকের রক্ত নিংড়ানো শ্রমে মালিকের লাভ ফুলে ফেঁপে ওঠে আর তৈরি হয় আরও আরও প্রতিষ্ঠানে এই ধরনের লুটেরা বিনিয়োগে পুঁজির লগ্নি। আবার এই লুটেরা পুঁজির ভাগ নাকি পাকিস্তানেও পৌঁছে যায়! কেননা সেজান জুস ও কুলসন সেমাইসহ আরো কিছু পণ্যের স্বত্ব নাকি পাকিস্তানের, ফলে প্যাকেট প্রতি একটা অংশ তারাও নাকি পায়! এসবই হয়তোবা আমাদের জিডিপিও বাড়ায়।


শুধু তদন্তের খাতিরে তদন্ত নয় বরং ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা দরকার। প্রকৃত দোষীদের খঁজে বের করা এবং তাদের সুষ্ঠু বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা দরকার। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। কোনো তরুণ তাজা প্রাণ আর যেন অকালে না ঝরে যায়। আমাদের শিল্প বিকাশের জাতীয় স্বার্থেই এটা নিশ্চিত করা দরকার। কেননা শ্রমিককে যদি রক্ষা করা না যায় তবে শিল্প, জিডিপি, উন্নয়ন কোনো কিছুই শেষ বিচারে টিকবে না ।"

ads

Our Facebook Page